News update
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     
  • Recruiting agencies’ explosive growth in BD unchecked: RMMRU     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Thursday morning     |     
  • LPG Traders Announce Nationwide Halt to Cylinder Sales     |     

কলাপাড়ায় জেটিঘাট নিয়ন্ত্রণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, মামলা

Fire 2025-05-15, 11:28pm

fire-image-bcc22235b59d1ddc4901af058b4496271747330127.jpeg

Fire image. Pixabay.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটে শ্রমিক সরবরাহ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহীন মৃধা বাদি হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মহসিন তালুকদারকে প্রধান আসামী করা হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সুমন গাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আতিকুল ইসলাম দিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া লিয়নসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উল্লেখিত আসামীরা বেআইনী জনতাবদ্ধে মামলার বাদী মো. শাহীন মৃধাকে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর কাটা জখম করে। এ ছাড়া অগ্নিসংযোগ, ক্ষতিসাধন, প্রাণ নাশের হমকি দেয়। আসামীরা বাদীর স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন মালামাল ধংস করে অন্তত: এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। 

মো. শাহীন মৃধা ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। সে লোন্দা গ্রামে অবস্থিত আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) নামে নতুন বিদ্যুৎ কেন্দ্রটিতে শ্রমিক সরবরাহ এবং বিভিন্ন ধরণের মালামাল সরবরাহ করার কাজের সাথে জড়িত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় প্রায় শতাধিক মোটরসাইকেলে করে একদল যুবক ধানখালীর মরিচবুনিয়া এলাকায় যায়। এখানে স্থানীয় বাসিন্দা শাহীন মৃধার শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয় এবং তার বসবাস করার একটি আবাসগৃহ এবং শ্রমিকদের বসবাসের ছাউনী রয়েছে। সদলবলে যাওয়া যুবকরা ঘটনাস্থলে পৌঁছে শাহীন মৃধার বসবাস করার আবাসঘর, শ্রমিকদের বসবাসের ছাউনী এবং তাঁর ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। যুবকদের কয়েকজন শাহীন মৃধাকে তার ঘরের মধ্যে আটকিয়ে তালাবদ্ধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। শাহীন মৃধা প্রাণপণ চেষ্টা করে ঘরের কোনের একটি টিন খুলে বের হয়ে আত্মরক্ষা করে। তবে এখানকার বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের মধ্যে থাকা দুটি এসি, টিভি, ১০টি সিসি ক্যামেরা, দুটি ফ্রিজ, খাট, তিনটি সোফাসেটসহ আসবাবপত্র এবং মালামাল টানার ডাম ট্রাক পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় পুরো এলাকায় ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ঘটনার জন্য শাহীন মৃধা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদারকে দায়ী করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের রামদার কোপে স্থানীয় বাসিন্দা দোলন মৃধা (৩৫), মিরাজ হোসেন (৩৭) এবং শাহীন মৃধার গাড়ির চালক রানা (৩২) আহত হয়েছে। তাঁরা পাশের উপজেলা আমতলীতে গিয়ে চিকিৎসা নিয়েছে।

এদিকে শাহীন মৃধা অভিযোগ করে বলেন,  মামলা করার কারণে আসামীরা তাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি তাকে জীবন নাশের হুমকিও দিয়েছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, 'মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।' - গোফরান পলাশ