News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

বঙ্গোপসাগরে ধরা পড়লো ৩ মন ওজনের ৪টি পাখি মাছ

Fishery 2024-04-02, 11:32pm

large-pakhi-fishes-caught-in-the-bay-near-kuakata-4dbeed8a6e9e62673237d3b96891ab741712079148.jpg




পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৬০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৪ টি পাখি মাছ। মঙ্গলবার দুপুরে এসব মাছ আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় বড় সাইজের এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে ৭ হাজার টাকা কিনে নেন। 

এর আগে গত শনিবার সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে  বঙ্গোপসাগরে জাল ফেললে এ মাছ ৪টি ধরা পড়ে।  

কলাপাড়া  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে। - গোফরান পলাশ