News update
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     
  • Dhaka ranks world’s third worst in air quality Saturday     |     
  • Sylhet residents endure mosquito invasion amid dengue surge     |     
  • Lioness brought back to Zoo cage after one hour of escape     |     

কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার

Heritage 2025-12-06, 11:01pm

upazila-muktijoddha-complex-kalapara-afd1a77fa9b5d67f1d15a5e397a492f51765040479.jpg

Upazila Muktijoddha Complex, Kalapara.



পটুয়াখালী:  এবার উদযাপন করা হয়নি কলাপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কলাপাড়া হানাদার মুক্ত হলেও এ নিয়ে এবছর কোন শোভাযাত্রা কিংবা আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি। এই দিনে কলাপাড়া পাক হানাদার মুক্ত হলেও এবার কারো যেন কোনো আগ্রহ নেই। 

জানা যায়, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা গলাচিপা থেকে ’ভাট্রি’ নামের একটি জাহাজে কলাপাড়ায় আসেন। পরদিন রাত আটটার দিকে পাক-বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেন। এসময় পাক বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। রাত তিনটায় মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার নেতৃত্বে ৫৩ জন মুক্তিযোদ্ধা কলাপাড়া থানা ভবন আক্রমন করেন। ৭ ঘন্টা ত্রিমুখী আক্রমনের ফলে হানাদার বাহিনী আত্মসমর্পন করেন। এতে দুই রাজাকার এবং আরিফুর রহমান মুকুল নামের এক মুক্তিযোদ্ধা আহত হয়। পরে ৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা ভবন দখল করে স্বাধীন পতাকা উড়িয়ে দেন । এরপর ৫ হানাদার এবং ২৭ জন রাজাকারকে থানার সম্মুখ্যে গুলি করে খতম করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা বলেন, আজকে ৬ ডিসেম্বর আমরা কয়েকজন মুক্তিযুদ্ধা কলাপাড়াকে রাজাকার মুক্ত করেছিলাম। - গোফরান পলাশ