News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত রাঙ্গাবালীর দ্বীপে ত্রাণ বিতরন করলেন প্রতিমন্ত্রী মহিব

Humanitarian aid 2024-05-31, 10:20pm

relief-reached-isolated-islands-of-cyclone-remal-affected-rangabali-6a48345eee0f725b0bdc09558fe842821717172400.jpg

Relief reached isolated islands of cyclone Remal affected Rangabali.



পটুয়াখালী: ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপের দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি। শুক্রবার দিনভর এসব উপকূলে ঘুরে ঘুরে তিনি দেড় হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। এসময় ক্ষতিগ্রস্ত মানুষ টেকসই বেড়ি বাঁধ নির্মানের দাবি জানান। এছাড়া ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৩২০ টন জি-আর চাল প্রদান করা হয়। 

ত্রান বিতরনের সময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও ঘূর্ণিঝড়ে বাস্তুহারা মানুষের বাসস্থান নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। এছাড়া দুর্গত এলাকার মানুষের স্বচ্ছলতা ফেরাতে সরকার সব সময় পাশে আছে বলেও জানান তিনি। - গোফরান পলাশ