News update
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     

সমুদ্র যাত্রার প্রস্তুতিতে দেরী করায় চার জেলেকে বেধড়ক মারধর, মৃত্যু - ১

অস্বাভাবিক মৃত্যু 2025-09-05, 10:51pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1757091106.jpg

Dead body.



পটুয়াখালী: সমুদ্র যাত্রার প্রস্তুতিতে ট্রলারে পৌঁছাতে দেরী করায় চার জেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। এতে হেলাল নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় আলীপুর মৎস্য বাজারের আল-আমিন মৎস্য আড়তে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় গুরুতর আহত  অপর তিন জেলে সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুলকে নিয়ে সমুদ্র যাত্রা করে ট্রলারটি। পরে অবস্থার অবনতি হলে আহত জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের পুত্র। 

নিহত ও আহতের আত্নীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্র যাত্রায় প্রস্তুতিতে ট্রলারে আসতে দেরী করায়  বৃহস্পতিবার রাত ১০ টায় আল-আমিনের মাছের গদিতে উপস্থিত পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার তামান্না নামের ট্রলার মালিক মন্টু চার জেলেকে ব্যাপক মারধর করে। মারধরে অসুস্থ তিন জেলেকে নিয়ে সাগরে বের হয় ট্রলার। কিছুদূর যাওয়ায় পর অসুস্থ জেলেদের আবস্থার অবনতি হলে ফিরে আসে ট্রলার।  শুক্রবার বেলা সাড়ে বারোটায় তাদের নিয়ে যাওয়া হয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক  জেলে হেলাল হাওলাদারকে মৃত ঘোষনা করেন। সংগীয় অপর তিন জেলে বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য হেলালের লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মামলার রুজু করা হবে। - গোফরান পলাশ