News update
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     

কিরগিজস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে চীন: বেইজিং

ওয়াং হাইমান ঊর্মি Nation 2022-09-08, 4:31pm




চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাঁর দেশ কিরগিজস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করে যাবে। তিনি সম্প্রতি সিপিসি সম্পর্কে কিরগিজ প্রেসিডেন্টের ইতিবাচক মন্তব্যের প্রেক্ষাপটে এ কথা বলেন। 

মাও নিং বলেন, দশ বছর ধরে পরিচালিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপের ফল অনুসারে, সিপিসি ও সরকারের ওপর ৯০ শতাংশ চীনা নাগরিক সন্তুষ্ট। বিশ্বের বৃহত্তম জনসংযোগ পরামর্শদাতা সংস্থা এডেলম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ওপর ২০২১ সালে ৯১ শতাংশ চীনা জনগণের আস্থা ছিল, যা বিশ্বে সর্বোচ্চ। 

মুখপাত্র বলেন, চীনা কমিউনিস্ট পার্টি জনপ্রিয়, কারণ এই দলের কর্মকাণ্ড জনগণকেন্দ্রিক। 

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাত্কারে সিপিসি সম্পর্কে কিরগিজ প্রেসিডেন্ট জাপারভ বলেন, একটি রাজনৈতিক দল যদি নিঃস্বার্থ লক্ষ্য অনুসরণ করে এবং জনগণের সাধারণ স্বার্থ, সমৃদ্ধি ও মঙ্গলের জন্য চেষ্টা করে, তবে সেই দল সফল হবেই। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)