News update
  • Bangladesh’s Finance Sector Stabilises, Challenges Remain     |     
  • Govt Proposes Up to Tk1cr for Milestone Crash Victims     |     
  • Hadi Killing: Inqilab Mancha Sets 24-Day Justice Ultimatum     |     
  • Alliances Race to Settle Seat Deals as Nomination Deadline Ends     |     
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     

ঝিনাইদহ ২ আসনের সাবেক বিএনপি সাংসদ মশিউর রহমানের ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি Nation 2022-11-02, 12:06am




বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান ইন্তেকাল করেছেন। 

ঙ্গলবার দুপুর ১২.০৫ মিনিটি হৃদরোগে আক্তান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। 

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেজ্ঞ ডাঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আলহাজ¦ মশিউর রহমানকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যু কালে বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসছে।