Kalapara Upazila
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, মহিপুর থানা, কুয়াকাটা পর্যটনকেন্দ্র ও পায়রাবন্দর ডেট লাইনে কর্মরত, জামাত-বিএনপি’র রাজনীতি সক্রিয় প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার, অর্ধশত সাংবাদিকের তালিকা তৈরী করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিএনপি-জামাত ও এদের সহযোগী সংগঠনে সক্রিয় এসব সাংবাদিকের বর্তমান পদ পদবী এবং সাবেক পদ পদবীর তথ্য উল্লেখ পূর্বক তালিকা তৈরী করা হয়েছে। এদের মধ্যে সরকারের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের রাজস্ব খাতের বেতন ভোগী দু’জন সাংবাদিক রয়েছে।-তথ্য নির্ভরযোগ্য সূত্রের।
সূত্র জানায়, দক্ষিনাঞ্চলের পটুয়াখালী’র কলাপাড়া এখন বর্তমান সরকারের উন্নয়নের মডেল উপজেলা। এ উপজেলায় চলছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, একাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র, ফোর লেন সড়ক, সিক্স লেন সড়ক, জাহাজ নির্মান শিল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রেল লাইন নির্মান প্রকল্প সহ একাধিক প্রস্তাবাধীন প্রকল্পের স্থান হিসেবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকার। উন্নয়ন সমৃদ্ধ এ উপজেলার নিরাপত্তা ও আইন-শৃংখলা নিশ্চিত করনে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে এখানে।
সূত্রটি আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে বিএনপি-জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই এদের ফোনালাপ, দলের নেতা-কর্মীদের সাথে বৈঠক, সবকিছুই নজরে রাখছে গোয়েন্দা সংস্থা গুলো। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা, নাশকতামূলক কর্মকান্ডে বিএনপি-জামাতের যেসকল নেতা-কর্মীরা অর্থের যোগান সহ সক্রিয় হয়ে উঠতে পারে তাদের নাম, ঠিকানা, অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা। - গোফরান পলাশ