News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

Nation 2024-01-14, 12:17am

cleanliness-campaign-was-carried-out-at-kuakata-beach-on-saturday-13-january-2024-adf098c56eb8a127b5de8e71426390681705169873.jpeg

Cleanliness campaign was carried out at Kuakata Beach on Saturday 13 January 2024.



পটুয়াখালী: জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুন ও তরুনীরা শনিবার সকাল ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। উন্নয়ন সংস্থা এডুকোর কারিগরি সহযোগিতায় এনএসএস(নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুনদের সংগঠিত করে এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার শ্লোগান নিয়ে শতাধিক তরুন-তরুনী  নিজস্ব ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১ টায়  দিনব্যাপী এক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে।  ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা হাসনাইন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীও এনএসএস এর কর্মকর্তা বৃন্দ।

সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিন জাতীয় ময়লা-আবর্জনা পরিস্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। - গোফরান পলাশ