News update
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     

নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প; কম্পিত হয়েছে গোটা উত্তর-পূর্বাঞ্চল

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-04-06, 6:56am

images-4-888bd51390919686a38ec8daa65e62d81712365259.jpeg




নিউ ইয়র্ক সিটির মোবাইল ফোনগুলোতে ৪.৭ মাত্রার ভূমিকম্প সম্পর্কে পাঠানো সতর্ক বার্তা। ৫ এপ্রিল ২০২৪ 

নিউ ইয়র্ক সিটির মোবাইল ফোনগুলোতে ৪.৭ মাত্রার ভূমিকম্প সম্পর্কে পাঠানো সতর্ক বার্তা। ৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের ভূতত্ব বিভাগ জানিয়েছে বিপুল জনসংখ্যা অধ্যূসিত নিউ ইয়র্ক সিটির শহর এলাকায় শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে এবং বাশিন্দারা জানাচ্ছেন যে গোটা উত্তরপূর্বাঞ্চল জুড়েই তারা এই কম্পন অনুভব করেন।

ভূতত্ব বিভাগ জানিয়েছে নিউ জার্সির লোবানন এলাকায় প্রথমিক ভাবে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই এলাকাটি নিউ ইয়র্ক সিটির ৪৫ মাইল পূর্বে ফিলেডেলফিয়ার ৫০ মাইল উত্তরে অবস্থিত।

নিউ ইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে প্রাথমিক ভাবে কোন ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। নিউ ইয়র্কের মেয়রকে এই ভূমিকম্প সম্পর্কে অবহিত করা হয় বলে তার মুখপাত্র ফেবিয়েন লেভি জানিয়েছেন । তিনি আরও বলেন , “ যদিও এই ভূমিকম্পের ব্যাপারে কোন বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই , আমরা এখনও এ ব্যাপারটি খতিয়ে দেখছি”।

নিই ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটানে যানবাহনের নিয়মিত শব্দ আরও জোরালো হয়ে ওঠে যখন গাড়ি চালকরা মূহুর্তের জন্য কেঁপে ওঠা রাস্তায় তাদের গাড়ির হর্ণ বাজান। ব্রুকলিনের কোন কোন বাশিন্দা বিকট শব্দ শুনতে পান এবং তাদের ভবন যে নড়ছে তা টের পান।

এই ভূমিকম্প সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে এক একান্ত সাক্ষাত্কারে নিউ ইয়র্কের সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ বলেন, “ ডেস্কে বসে কাজ করছিলাম । সামনে দু’টি ল্যাপটপ। হঠাত্ আমার চেয়ার, টেবিল, ল্যাপটপ, টেবিল ল্যাম্প, দেয়াল ঘড়ি এবং মাথার উপরের ঝাড়বাতি কাঁপতে শুরু করল, বুঝতে পারলাম ভূমিকম্প”। তার পর কি করলেন, এই প্রশ্নের জবাবে কৌশিক আহমেদ বললেন, “চেয়ার ছেড়ে উঠে পড়লাম । চোখের সামনে ভাসতে লাগলো গত সপ্তাহে তাইওয়ানের ভূমিকম্পের ধ্বংসাবশেষের ছবি”। কৌশিক আহমেদ ভয়েস অফ আমেরিকাকে জানালেন তিনি তারপর তাঁর স্ত্রীকে ডেকে নিয়ে নীচে নামলেন। নীচে নেমে দেখলেন চেরি ফুলের গাছগুলো কাঁপছিল । তার পর ভূমিকম্প থেমে গেল। তিনি বললেন, “মাত্র ৩০ সেকেন্ডে যেন প্রচন্ড ঝড় বয়ে গেল । সংবাদকর্মীরা তত্পর হয়ে উঠলেন । মনে তখনও ভয় কারণ ভাবছিলাম এই-ই বুঝি শেষ নয়, আবার কেঁপে উঠলো বুঝি। ফোনে এলো জরুরি বার্তা, আফটার শক সম্পর্কে সতর্কীকরণ” ।

এ দিকে বল্টিমোর, ফিলেডেলফিয়া, কানেটিকাট এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের অন্যান্য অঞ্চল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে ।

নিউ ইয়র্কের গভর্ণর ক্যাথি হোচুল এক্স এ পোস্ট করেছেন যে এই ভূমিকম্প গোটা নিউ ইয়র্ক রাজ্য জুড়েই অনুভুত হয়েছে। তিনি লেখেন, “ এর যে কোন প্রক্রিয়িা বা ক্ষতির ব্যাপারটা আমার টিম খতিয়ে দেখছে আর আমরা সারদিন ধরে এ ব্যাপারে আপনাদের হাল নাগাদ খবর দিব”। ভয়েস অফ আমেরিকা বাংলা।