News update
  • Khaleda Zia Returns Home After Four Months in London     |     
  • World marks 80th anniv of V-E Day with parades and memorials     |     
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     
  • Khaleda lands on home soil; Zubaida reunites with her kins     |     

পটুয়াখালীতে গৃহবধুর রজস্যজনক মৃত্যু

Nation 2024-04-21, 11:29pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1713720579.jpg

Dead body.



কলাপাড়া: পটুখালীর কলাপাড়ায় নিপা আক্তার (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নিপা ওই এলাকার শাওন সাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের বশির মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে পূর্ব হাজিপুর গ্রামের স্বপন সাজীর ছেলে শাওন সাজীর বিয়ে হয়। ভিকটিম পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নিপা আক্তারের উপর কুনজর পড়ে শশুর স্বপন সাজীর। এছাড়া যৌতুকের জন্য প্রায়শ:ই তাকে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন । বিষয়টি নিপা আক্তার বেশ কয়েকবার তার বাবার বাড়ির লোকজনকে অবহিত করেছিলো। আজ সকালে শাওন সাজী সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। পরে দুপুরে ওই বাড়ি থেকে নিপা আক্তারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিপাকে হত্যা করা হয়েছে না নিজেই গলায় ফাঁস দিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। - গোফরান পলাশ