News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

জাতীয় প্রেস ক্লাব সদস্য আবদুল হালিম আর নেই

Nation 2025-07-31, 11:27pm

abdul-halim-pic-8a2e861c324e0e9a7fa8bd9a099e4e711753982879.jpg

Abdul Halim Pic



জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক আবদুল হালিম আর নেই। তিনি আজ বেলা .৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী গুণগ্রাহী রেখে গেছেন।  
আবদুল হালিম ১৯৪০ সালের মার্চ পটুয়াখালী জেলার আমতলীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৬৬ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ দৈনিক জনকণ্ঠের বার্তা সম্পাদক ছিলেন।
আজ ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের জানাজা খিলগাঁও শাহী মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তালতলা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আবদুল হালিম-এর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  - প্রেস বিজ্ঞপ্তি