Taka currency Bangladeshi notes
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা সরবরাহ চক্রের সদস্যরা। এতে ব্যবসায়ী সহ সাধারন মানুষ প্রতিনিয়ত প্রতারনার শিকার হলেও প্রতিকার মিলছে না। তবে পুলিশ বলছে জাল চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সূত্র জানায়, উপজেলার মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, বাবলাতলা, বালিয়াতলী, বানাতী এলাকায় জাল টাকার লেনদেন বেশী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এসব জাল টাকার মধ্যে এক হাজার, পাঁচ'শ টাকার নোট ছাড়াও দু'শ, এক'শ টাকার নোটও সরবরাহ হচ্ছে বলে জানা গেছে। এসব জাল টাকা সরবরাহকারীরা ধর্মীয় উৎসবের সময় বেশী সক্রিয় থাকে, বিশেষ করে পবিত্র ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব এদের প্রধান টার্গেট বলে জানায় সূত্রটি।
দীর্যদিন জাল টাকা সরবরাহ চক্রের সদস্যরা এ এলাকায় সক্রিয় থাকলেও ইতিমধ্যে বাবলাতলা বাজারে ধরা পড়েছে এ চক্রের কেউ কেউ। যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে সরবরাহ করতেন। এ ঘটনা জানাজানি হলে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, জাল টাকার কয়েকটি ধরন রয়েছে। কোনটি অতি সহজে চোখে ধরা পড়ে, কোনটি বোঝার উপায় থাকেনা। আবার কোন কোন নোট হাতে ধরে মূল টাকার সাথে পার্থক্য অতি সহজে বোঝা যায়।
তবে জাল টাকা সরবরাহকারীরা যেসব দোকানপাটে সাধারনত ক্রেতাদের ভিড় বেশী কিংবা গরু, ছাগলের হাট অথবা সাপ্তাহিক হাট, যেখানে লোকসমাগম বেশী এরা সুযোগ বুঝে সেখানে জাল টাকা চালানোর চেষ্টা করে। এ জাল টাকা সরবরাহকারীদের কারনে অনেকে প্রতারনার শিকার হয়ে বড় ধরনের অর্থনৈতিক ঘাটতিতে পড়ছে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, পুলিশ জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে। এ চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। গোফরান পলাশ