News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত

Other Sports 2025-02-20, 10:15pm

bullock-fight-a-traditional-sport-in-patuakhali-was-held-on-thursday-20-february-2025-8dbc8892f4ebbc5048e84ce78b589f1e1740068138.jpg

Bullock fight a traditional sport in Patuakhali was held on Thursday 20 February 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। 

মহিষের এ লড়াইয়ে স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেলালের বলি মহিষ অংশগ্রহণ করে। প্রায় ১০ মিনিট স্থায়ী এ লড়াইয়ে সোহেল মিরার মহিষ বিজয় লাভ করে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দুর দুরান্ত থেকে ওই বিলে ভিড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো দর্শকরা। - গোফরান পলাশ