News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

'দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়' - বিএনপি

Politics 2023-05-12, 9:48pm

bnp-kalapara-upazila-unit-meeting-held-on-friday-to-introduce-newly-elected-office-bearers-3e826d6ed5313e5bffc66ca3b7a308b41683906526.jpg

BNP kalapara Upazila unit meeting held on Friday to introduce newly elected office bearers.



পটুয়াখালী: বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, 'শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে। কেননা আওয়ামী লীগ ১৫ তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে চরম একটি বৈষম্য করে রেখেছে। এই সংবিধান বহাল থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না।' আজ শুক্রবার (১২মে) বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি'র কলাপাড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ আরও বলেন,' সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। সেটা হচ্ছে কিনা এখন এ দেশের সব মানুষ জানে। তাই আমরা বলেছি নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।'

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন নান্নু, জেলা বিএনপির সদস্য জাফরুজ্জামান খোকন, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসাফুল রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, বশির উদ্দিন মৃধা প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু , কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ