News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

লাল সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দিবে ছাত্র জনতা - ই ছা আন্দোলন

ভিনদেশী ষড়যন্ত্রে অরাজকতার পায়তারা করছে লাল সন্ত্রাসীরা

Politics 2025-01-18, 11:27pm

islami-chatra-andolan-logo-114a2e3b6d71ca454f53b5ea1d56eb091737221232.png

Islami Chatra Andolan logo



প্রকাশ্যে সহিংসতার আহ্বানকারী লাল সন্ত্রাসীরা বিদেশী চক্রান্ত বাস্তবায়নে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে সহিংসতা তৈরি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতেই উঠে পরে লেগেছে এই গোষ্ঠী। দেশে সর্বহারা পার্টির মতো রক্তলীলার দিবাস্বপ্নে বিভোর তারা। অনতিবিলম্বে এই সশস্ত্র সহিংসতার ঘোষণাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দিবে।

আজ ১৮ জানুয়ারি'২৫ শনিবার এক যৌথ বিবৃতিতে লাল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

নেতৃদ্বয় বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করতে কখনো পাহাড়ি জনগোষ্ঠী, কখনো ভারতীয় উস্কানিতে গেরুয়া গোষ্ঠী ও মিয়ানমারের সহযোগিতায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা লাল সন্ত্রাসীদের উদ্দেশ্যের সাথে মিলে যায়। দেশ ধ্বংস করতে ফ্যাসিবাদকে সার্ভ করা এই গোষ্ঠীর সকল চক্রান্ত একই সূত্রে গাঁথা। দেশবাসী সকল ষড়যন্ত্রের জবাব শক্ত হাতে দিবে বলে হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু‘লাল সন্ত্রাসই একমাত্র পথ বা উপায়’ বলে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতা সংঘটিত করতে হবে। ফেসবুক স্ট্যাটাসে মেঘমাল্লার বসু বলেন, একমাত্র পথ হলো লাল সন্ত্রাস। প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। - প্রেস বিজ্ঞপ্তি