ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় 'গোপন বৈঠক' এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশজুড়ে নানা আলোচনার তৈরি করেছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর।
'গোপন বৈঠক' বসেছিল কিভাবে-এনিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা।
অবশ্য একটা বর্ণনা পাওয়া যাচ্ছে পুলিশের ভাষায়। পুলিশ বলছে, বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২২ জনকে গ্রেফতারের কথাও জানা গেছে। খবর সংগৃহীত