News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

‘ব্যাংক নোট ও সেন্ট্রাল ব্যাংক’ বইয়ের মোড়ক উন্মোচন, মূল্য ৯ লাখ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক সাহিত্য 2025-07-29, 8:20am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951753755618.jpeg




অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে এই প্রথম ব্যাংক নোটের ওপর গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে। এটি একটি বিস্ময়কর ঘটনা। বইটির লেখক ড. জালাল উদ্দীন তার ৩৫ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে বইটি সাজিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ব্যাংক নোট ও সেন্ট্রাল ব্যাংক’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বইটির মূল্য ধরা হয়েছে সাড়ে সাত হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৬৭ টাকা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংক নোট ও সেন্ট্রাল ব্যাংক’ বইটি ব্যতিক্রমী ও ইউনিক বই। এটি দেশ-বিদেশে সমাদৃত হবে। একটি দেশের ব্যাংক নোট কেমন হওয়া উচিত, তার ডিজাইন ও ব্যাংক নোটের নিরাপত্তা ও রিজার্ভের নিরাপত্তা—সবই বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেশের অর্থনীতি ও জনগণের জীবনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি আধুনিক ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের কার্যক্রমে ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, গবেষণামূলক এই বইয়ের মাধ্যমে দেশ অনেক উপকৃত হবে। বইটি লেখক অনেক গবেষণা করে লিখেছেন, সেজন্য তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

অনুষ্ঠানের শুরুতে ‘ব্যাংক নোট ও সেন্ট্রাল ব্যাংক’ বইয়ের ওপর একটি প্রেজেন্টশন দেন লেখক ড. জালাল উদ্দিন। তিনি অনুষ্ঠানে একটি আদর্শ ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। বইটিতে একটি আধুনিক, টেকসই ও জনগণের জন্য কার্যকর ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের ধারণা তুলে ধরেন।

বইটির গুরুত্ব তুলে ধরে ড. জালাল উদ্দীন বলেন, ‘আমার ৩৫ বছরের গবেষণা ও বৈশ্বিক অভিজ্ঞতা থেকে বইটি লিখেছি। বইটিতে উল্লেখ করা হয়েছে, একটি ব্যাংক নোটে আধুনিক ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকা উচিত। জাল নোট প্রতিরোধ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত। টেকসই উপাদান দিয়ে তৈরি হওয়া উচিত, যা দীর্ঘকাল টিকে থাকবে।’

এ বইয়ে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা তুলে ধরা হয়েছে উল্লেখ করে লেখক ড. জালাল উদ্দীন বলেন, ‘মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষ হওয়া উচিত, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।’

ব্যাংক নোটের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল নোটের বিস্তার রোধ করা প্রসঙ্গে বইটির লেখক বলেন,  ‘একটি শক্তিশালী অর্থনীতি এবং ব্যাংকিং খাতের জন্য একটি কার্যকরী সেন্ট্রাল ব্যাংক অপরিহার্য। সেন্ট্রাল ব্যাংক একটি দেশের অর্থনীতি এবং জনগণের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি আধুনিক ব্যাংক নোট ও সেন্ট্রাল ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে।’

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা এ সংক্রান্ত বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। তারা একটি আধুনিক ও কার্যকর ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের ক্রেন অথেনটিকেশন সেলস ডাইরেক্টর সাচা ড্রোবা, সুইজারল্যান্ডের ব্লমারের সিইও রয় ব্রুডেরার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, অর্থ মন্ত্রণালয়ের সচিব নাজমা মুবারকসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।