News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

কুয়াকাটায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

Tourism 2022-09-27, 11:56pm

Procession brought out to observe Tourism Day in Kuakata on Tuesday



পটুয়াখালী: কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পর্যটন হলিডে হোমস চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাপাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সী-বিচ সংলগ্ন পর্যটন পার্কের সম্মুখ্যে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। শোভাযাত্রায় কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন অংশগ্রহন করে। দুপুরে পর্যটকদের অংশগ্রহনে হাডুডু খেলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে পরিনত করতে ইতোমধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। আগামী ১বছরের মধ্যে কুয়াকাটায় একটি 

 বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানান তিনি। - গোফরান পলাশ