পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের বাড়ী থেকে বিষধর দু'মুখো শঙ্খিনী সাপ উদ্ধার করেছে পরিবেশ বাদী সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক মো: রুবেল এর বাড়ীর পুকুর পাড়ে জালে পেঁচিয়ে থাকা অবস্থায় সাপটি উদ্ধারের পর ওই কৃষকের অনুরোধে একই স্থানে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
এনিমেল লাভারস অব পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্য আল মুনজির ও এইচ এম মাসুদ হাসান জানান, 'আমাদের হট লাইনে তথ্য আসার পর আমরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক মো: রুবেল এর বাড়ীর পুকুর পাড় থেকে জালে পেঁচিয়ে থাকা অবস্থায় সাপটি উদ্ধার করি। এটি পরিবেশ বান্ধব হওয়ায় ওই কৃষকের অনুরোধে সাপটিকে একই স্থানে অবমুক্ত করা হয়।'
এনিমেল লাভারস সংগঠন সূত্র জানায়, দু'মুখো শঙ্খিনী সাপ মারাত্মক বিষধর একটি সাপ। এটি পরিবেশের জন্য খুবই উপকারী। এর বৈজ্ঞানিক নাম Banded Krait। এটি ইঁদুর সহ অন্যান্য বিষধর সাপ পর্যন্ত খেয়ে ফেলে। তাই কৃষক রুবেলের অনুরোধে সাপটি জাল থেকে ছাড়িয়ে একই স্থানে অবমুক্ত করা হয়েছে। - গোফরান পলাশ