News update
  • Govt Introduces New Policy for Outsourced Workers     |     
  • Bangladesh Suspends Yarn Imports from India via Land Ports     |     
  • Dhaka, Islamabad to Resume Foreign Office Consultations After 15-Yr     |     
  • Move at Full Speed for Smooth LDC Graduation: Chief Adviser     |     
  • New Charter to Fulfil Public Aspiration: Ali Riaz     |     

কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা কার্যক্রম

Words of faith 2025-03-06, 11:08pm

15-day-quran-learning-programme-in-kalapara-cbf684de8d6a2293033028ec038af9da1741280929.jpg

15-day Quran learning programme in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজ বাদ কলাপাড়া এতিমখানা জামে মসজিদে হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন, উদ্ভাবক মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা পরিচালক ই-শিক্ষালয়, এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করেন। 

'পড়ো তোমার রবের নামে যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন সূরা ক্বলাম' এই মহতী উদ্যোগ নিয়ে কুরআন শিক্ষা কার্যক্রমে ১১০ জন বয়স্ক পেশাজীবী শিক্ষার্থীদের নিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ছাত্র, শ্রমজীবী রয়েছেন।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী জয় আকন বলেন, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে কুরআন শিক্ষার এরকম একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। প্রশিক্ষক যথেষ্ট আন্তরিকভাবে প্রশিক্ষণ করছি পরিচালনা করছেন। আশা করছি আমি নির্দিষ্ট সময়ে কুরআন শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারবো।

প্রশিক্ষণ কোর্স পরিচালনায় সহায়তাকারী মাসুম খান বলেন, রমজান মাসে এরকম একটি মহতী উদ্যোগে শরিক হতে পেরে ভালো লাগছে। মাওলানা কাউসার হোসাইন এর এটি দ্বিতীয় ব্যাচ। এর আগে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তারা এখন কোরআন শরীফ পড়তে পারছেন। - গোফরান পলাশ