News update
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন স্বর্ণজয়ী আরচার আলিফ

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2025-06-22, 7:19am

img_20250622_071818-09d2e22e4f151eb1e4c76e0c4306c6ee1750555187.jpg




দেশে ফিরেছেন এশিয়া কাপ আরচারিতে স্বর্ণপদক জয়ী আরচার আব্দুর রহমান আলিফসহ দলের অন্য সদস্যরা।

শনিবার (২১ জুন) সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে ফিরলে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দেন আরচার আব্দুর রহমান আলিফ। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন তিনি। ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। 

জানা যায়, ফাইনালে প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আরচার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপে স্বর্ণজয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।