News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

খুন, ধর্ষণ, ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

অপরাধ 2025-02-27, 12:24am

students-in-kalapara-stage-a-human-chain-to-press-their-demand-for-arresting-killers-rapists-and-snatchers-247fdbca2ab704e0ca6ceb8a1cb177211740594376.jpg

Students in Kalapara stage a human chain to press their demand for arresting killers, rapists and snatchers.



পটুয়াখালী: সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা। 

এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

বক্তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবার সড়কে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। - গোফরান পলাশ