News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

কুয়াকাটায় গভীর রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে চুরি

অপরাধ 2025-02-27, 11:29pm

thest-was-committed-at-the-houses-of-two-businessmen-on-wednesday-night-886933fced0d67ebb0e376196aee3b6c1740677394.jpg

Thest was committed at the houses of two businessmen on Wednesday night.



পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন তিনি। পরে রাত দুইটার দিকে চুরি হওয়া রুমে কালেকশন'র ২ লাখ ৮৬ হাজার টাকা রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। এ সময় টাকার সাথে তার স্ত্রীর স্বর্ণের চেইন, গলার হার, হাতের রুলি, আংটিসহ প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার খোয়া গেছে। দরজার হুক ভিতর থেকে ভাঙ্গা রয়েছে, তার ধারণামতে ঘরের ভিতরে লোক আগে থেকে ওঁৎ পেতে ছিল।

মহাসড়কের পাশে এমন চুরি হওয়ায় তিনি হতবাক। 

অপরদিকে একই রাতে অপর ব্যবসায়ী জুয়েল ফরাজীর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় বাসায় থাকা নগদ ১০ হাজার টাকাসহ গলার চেইন, আংটি, চুড়ি সহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রটি।

জুয়েল ফরাজী জানান, তার পরিবারের লোকজন বাসায় ছিল না। তিনিও ব্যবসায়িক কাজে কুয়াকাটা ছিলেন। সকালে প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানায় তার দরজা খোলা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে এসে দেখেন তার বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে ।  টাকা স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে মহিপুর থানার ওসি ( তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে। - গোফরান পলাশ