News update
  • BNP to ensure security for July uprising warriors: Fakhrul     |     
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রী কে বেধড়ক মারধর, মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ

অপরাধ 2025-03-04, 11:32pm

man-seriously-beaten-up-along-with-wife-on-suspicion-of-illicit-relations-in-kamalara-ec637d64e6c27897a861fd1f7c4648581741109556.jpg

Man seriously beaten up along with wife on suspicion of illicit relations in Kamalara.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় ৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সোমবার রাতে ভুক্তভোগী নারী নুরজাহান বেগম কলাপাড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।  

ভূক্তভোগী নুরজাহান অভিযোগে উল্লেখ করেন,  গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন ও নুর আলম সহ ১০ যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে  হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ