News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে অটোচালককে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া

অপরাধ 2025-03-15, 11:04pm

auto-driver-beaten-up-shaven-his-head-on-charge-of-eveteasing-in-kalapara-on-saturday-cc12223bbfaf9613ac76b408a677c5881742058286.jpg

Auto driver beaten up shaven his head on charge of eve teasing in Kalapara on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে রেজাউল গাজী (৪০) নামের এক অটো চালককে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইভটিজিংয়ের দায়ে অভিযু্ক্ত রেজাউলের বাড়ি টিয়াখালী ইউনিয়নে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজাউল কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় শিশু থেকে শুরু করে অনেক নারীদের উত্ত্যক্ত করার পাশাপাশি তাদের সঙ্গে অশালীন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে আসছে। শুক্রবার সন্ধ্যায় একই আচরন করলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শেষে মাথা ন্যাড়া করে দেয়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ