News update
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     

খুলনায় মদপানে মৃত্যু বেড়ে ৫, বিক্রেতা আটক

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-07-20, 5:50am

a28b6fe0e1473f573f532925af4a87d64efe5bdbdaedb051-ceac3c340a2d7de8e243347d16dd47ac1752969008.jpg




খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ নামে আরও এক ব্যক্তি মারা যান। এ ঘটনার পর মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এদিকে আজ গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে শেখ মোসলেম আলি (৭৮) নামে ওই মদ বিক্রেতাকে আটক করা হয়।

আটক মোসলেম আলি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। হোমিও ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে বিভিন্ন উপকরণ দিয়ে মদ তৈরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন শুক্রবার মদপান করেন। রাতে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেটের সামনের বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকেলে বয়রা শেরের মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়া এলাকার আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ মারা যান।

মদপানে গুরুতর অসুস্থ বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক।

তিনি জানান, মোসলেম আলী মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। কয়েকজন সেই মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।