News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-07-22, 6:54pm

fed1be0c0db0ecf1d43560f6452d6e6c54386f662b89b102-cac85dc67c7259d713144b38dcc2fdcd1753188851.jpg




রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে জানা যায়, আগুন লাগা ভবনটিতে আবাসিক ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান উভয়ই রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।