News update
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-02-27, 8:57pm

tertertew-01063677e2edd892a039a9c4971c325d1740668259.jpg




রমজান মাসে দেশের পুঁজিবাজারের লেনদেনের সময়সূচির পরিবর্তন হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, লেনদের সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। সে হিসেবে রোজায় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানিয়েছে।

সাধারণত পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত চলে। এরপর ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং সেশন। তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।