দেশের ৩টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং ১টি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। ৮টি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি এ সুপারিশ করেছে।
আজ রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থলবন্দগুলো সরেজমিন পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্যাদি, আনুসঙ্গিক সুবিধা ও অসুবিধা, অর্থনৈতিকভাবে লাভজনক কিনা; এ সকল বিষয় পর্যালোচনা করে নৌপরিবহন উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে যাচাই কমিটি।
প্রতিবেদনে অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙ্গামাটি পার্বত্য জেলার তেগামুখ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করেন।
সে সময় বিগত সরকারের আমলে নির্মিত দেশের অলাভজনক ও কার্যক্রমহীন বিভিন্ন স্থলবন্দরসমূহের কার্যকারিতার বিষয়ে তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টা।
উপদেষ্টার আদেশে গত ৬ নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর যাচাইয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধির সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকায় ও আয়-ব্যয় অনুপাত তুলনায় লাভজনক বিবেচনায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরটির কার্যক্রম আরও গতিশীল করার পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কেদারকোটে নির্মিত স্থলবন্দরের ভারতীয় অংশে কোনো অবকাঠামো ও সড়ক না থাকায় চালু করা সম্ভব না হওয়ায় বন্দরটির অপারেশন কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের দুটি স্থানের বদলে একটি স্থানে স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার সুপারিশ করেছে কমিটি। আমদানি-রপ্তানির সুবিধা বিবেচনায় জামালপুরের ধানুয়া কামালপুর ও দিনাজপুরের বিরল স্থলবন্দর দুটি চালু রাখার নির্দেশ দিয়েছে যাচাই কমিটি।