News update
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     
  • Hamas ready and serious to reach an accord if it ends war     |     
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে ৩নং সতর্ক সংকেত

আবহাওয়া 2022-08-11, 7:37pm

low-lying-areas-of-the-coast-submerged-in-flood-water-under-impact-of-the-bay-depression-d0cffaff74f17900a0185ce53dbfb1bc1660225067.jpg

Low lying areas of the coast submerged in flood water under impact of the Bay depression. GW photo



পটুয়াখালী:  বঙ্গোপসাগরের  সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার গুলো নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। 

এদিকে পূর্নিমার জো'র প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে পটুয়াখালী উপকূলের  অর্ধশতাধিক গ্রাম। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  

স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, বায়ুচাপ আধিক্যর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। - গোফরান পলাশ