ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে শীত ছিল। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে শীতের তীব্রতা কমে বসন্তের বাতাস বইতে শুরু করে। রোববার (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মাসে কালবৈশাখীর আশঙ্কাও আছে।
রোববার (২ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চলতি মাসের পূর্বাভাস এবং গত মাসের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।
মার্চ মাসের গরম শুরু হয়। তবে এবছর শীতের আমেজ এখনো রয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। আসলে পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
মার্চ মাসে দেশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সময়