News update
  • Single women struggle for accommodation in Dhaka     |     
  • New Study Offers Clean Solution for Brick Kiln Emissions     |     
  • UN agencies reject Israeli plan to use aid as ‘bait’ over Gaza     |     
  • EU’s Ocean Leadership Faces Test as Treaty Clock Ticks     |     
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     

তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা, স্বস্তি মিলবে কবে?

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-05-10, 1:15pm

398e5ee531eed8c7758cb5dce6f9e70c02cea89956026896-b978a25e7da2900af5a111733ca27d341746861326.jpg




প্রচণ্ড তাপদাহে সারা দেশ হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। সারা দেশে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বর্তমানে সিলেট ছাড়া দেশের বাকি ৬৩টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আগামী ১২ মে-এর আগে বা পরে কিছুটা প্রশমিত হতে পারে। এ সময় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বোচ্চ ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে স্বস্তির খবর হচ্ছে, ১৮ থেকে ১৯ মে-এর পর ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তাপপ্রবাহ চলাকালীন সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম। সময়।