News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

নিম্নচাপের শঙ্কা, বন্যা ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-06-03, 11:48pm

5682600283060bd31e1f6b0841c5b44c12c995aa6121b03b-dea53d1198d81c7684ba89895586d1f31748972912.jpg




মে মাসের শেষ কয়েকটি দিন ঝড়ের তাণ্ডব দেখেছেন দেশবাসী। একইসঙ্গে অবিরাম বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়। এ অবস্থায় জুনেও নিম্নচাপের শঙ্কার পাশাপাশি দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জুন মাসের জন্য দেয়া আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়।

বার্তায় জানানো হয়, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৬-৮ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে।

তবে ঝড়-বৃষ্টির পাশাপাশি এ মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) মানের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া জুন মাসে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও এক মাস মেয়াদি বার্তায় জানানো হয়।