News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

দুটি ছাড়া সব বিভাগে ভারি বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-06-18, 11:15am

img_20250618_111334-61a63e4c6fd85835da4cbdce582e53121750223753.jpg




দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২ দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একইসঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে লঘু চাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী।

বুধবার (১৮ জুন) ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারি বৃষ্টি হলে জলাবদ্ধতায় যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কের কথা জানান তারা।

এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি বিভাগের বেশিরভাগ জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফততের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘু চাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টিপাত-আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।