News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-07-10, 12:01am

69499dfd59eb51338ba96aa897511f1eea9673c33fdcc549-ffa86b29c0db1f998b22a7f3efcbd6cc1752084100.jpg




সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি অতিভারি বর্ষণ হতে পারে।

বুধবার (৯ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চার বিভাগে অতিবৃষ্টির শঙ্কা

এদিকে ভারি বৃষ্টিপাত নিয়ে সতর্ক বার্তায় জানানো হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভারি বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশও দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিকেল ৪টার পর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী জেলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।