News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘর হস্তান্তরের দাবি

আবাসন 2025-03-20, 11:33pm

families-affected-by-the-construction-of-ashuganj-power-plant-demand-speedy-handing-over-of-rehabilitation-houses-2db3a5e3654dc1313c729dc696339dd61742492026.jpg

Families affected by the construction of Ashuganj Power Plant demand speedy handing over of rehabilitation houses.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহনে বাড়ি-ঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বক্তারা বলেন, ২০১৫ সালের প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্তদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্তরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে তাদের পুর্নবাসনের দাবি জানান। - গোফরান পলাশ,