News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজর শিক্ষার্থীরা কাউন্সিল দাবি করেছে

ইউনিয়ন 2025-07-05, 12:22am

students-of-govt-unani-and-ayurvedic-college-held-a-press-conference-on-thursday-night-b145024f158ad53d68f7f8d5838d721c1751653331.jpg

Students of Govt Unani and Ayurvedic college held a press conference on Thursday night.



কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন করলেন সরকারি ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজর শিক্ষার্থীরা। বৃহস্পতিবা রাতে  সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নাইমুর রহমান(শিক্ষার্থী ৩১ তম ব্যাচ) তামীম রিযওয়ান (শিক্ষার্থী ২৯ তম ব্যাচ) মোহাম্মদ আপন (শিক্ষার্থী ৩২ তম ব্যাচ ) ডা:জহির উদ্দীন। এ ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা দাবি করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের ইস্যুকৃত কনডেন্সের পক্ষের চিঠি বাতিল। ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠন।

তারা বলেন, কলেজের ৩৫ বছর হলেও এখনো নিজেদের কাউন্সিল গঠন হয়নি।

১৯৯৬ সালে স্বাস্থ্য অধিদফতর একটি প্রজ্ঞাপনে বিএমডিসির আদলে নতুন কাউন্সিল গঠনের কথা বলেছিল, কিন্তু ২৮ বছর অতিবাহিত হলেও তা বাস্তবায়িত হয়নি। তারা আরো বলেন, বিএচএমএস চিকিৎসকদের জন্য হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা আইন ২০২৩ সালে পাস হয়েছে, তবে বিএএমএস ও বিইউএমএস  চিকিৎসকদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। পাশাপাশি, পিএসসি মাধ্যমে নিয়োগ না থাকা, বিসিএসে ক্যাডারভুক্ত না হওয়া, পোস্ট গ্রাজুয়েশন সুযোগ না থাকা এবং হাসপাতালের মানোন্নয়নসহ নানা সমস্যা তাদের উদ্বেগের কারণ। তাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন। আজ তারা স্মারকলিপি দিয়েছেন যদি কোন ফলাফল না আসে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। - প্রতিবেদক