News update
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     

ঈদের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

উৎসব 2024-06-18, 8:39pm

a-swimming-competition-was-an-added-attraction-to-the-eid-festival-in-kalapara-ec08dc67841f8eadb522f6ffdb73c5a51718721550.jpg

A swimming competition was an added attraction to the Eid Festival in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহার উৎসবের দিনে নতুন মাত্রা যোগ করেছে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ মন্ত্রীকাপ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশা পাশি ক্রীড়া নৈপুণ্যে দক্ষতা অর্জন করে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। রয়েল ব্যাচ ২০০০ তরুন প্রজন্মকে ক্রীড়া নৈপুণ্যে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রাখছে।'

রয়েল ব্যাচ সূত্র জানায়, উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় মো: দুলাল খান ১ম স্থান অর্জন করে ১০ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। ২য় স্থান অর্জন করে মো: রুহুল আমিন ৭ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জন মো: ইলিয়াস ৫ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। সাঁতার প্রতিযোগিতায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। - গোফরান পলাশ