News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

উত্তরায় বিমান দুর্ঘটনায় পা‌ক প্রধানমন্ত্রীর বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-07-22, 6:17am

53dbb4d242169128d93cb8989400631efb95c0849ba33829-489694e6f7c8a06a2190ba0deafb60d71753143440.jpg




রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সোমবার (২১ জুলাই) পা‌কিস্তানের প্রধানমন্ত্রী তার এক্স হ‌্যান্ডেলে এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন।

শেহবাজ শরীফ বলেন, ঢাকায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখ প্রকাশ কর‌ছি। আমার হৃদয় নিংড়ানো সমবেদনা বাংলাদেশের মানুষের জন‌্য, বিশেষ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য।

এই ক‌ঠিন সময়ে পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি পোষণ করছে বলেও জানান তিনি।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইএসপিআর জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুর্ঘটনায় আহত হয়েছেন দেড়শতাধিক।