কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে চলামান সংঘাত বন্ধে মধ্যস্থতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতে এরই মধ্যে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। ট্রাম্প বর্তমানে স্কটল্যান্ড সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি দুদেশের শীর্ষ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। খবর এএফপির।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লেখেন, থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র কথা হলো। কিছুক্ষণ পরেই তিনি আরেকটি পোস্টে বলেন, আমি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। এটি খুব ভালো কথোপকথন ছিল।
ট্রাম্প আরও বলেন, থাইল্যান্ড, কম্বোডিয়ার মতোই, দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তি চায়। আমি এখন কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে সেই বার্তা পৌঁছে দেব। উভয় পক্ষের সঙ্গে কথা বলার পর, যুদ্ধবিরতি, শান্তি এবং সমৃদ্ধির পথ স্বাভাবিক বলেই মনে হচ্ছে। আমরা শিগগিরই তা দেখব!
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কিছু প্রাচীন মন্দিরের জায়গা নিয়ে বিবাদ চলছিল। এরপর এই সংঘাত সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে, যেখানে পাহাড়, জঙ্গল আর কৃষিজমি রয়েছে। স্থানীয়রা সেখানে রাবার ও ধান চাষ করে।
এই নিয়ে সংঘাত এখন তৃতীয় দিনে পড়েছে। শনিবার থাইল্যান্ড উপসাগরের উপকূলীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। যা মূল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ট্রাম্প বলেছেন, আমি একটি জটিল পরিস্থিতিকে সহজ করার চেষ্টা করছি! এই যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে। তবে এটি আমাকে পাকিস্তান ও ভারতের সংঘাতের কথা মনে করিয়ে দিচ্ছে, যা সফলভাবে থামানো হয়েছিল। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো দেশের সঙ্গেই নতুন কোনো বাণিজ্য চুক্তি নিয়ে এগোবেন না।