News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

পুতিনের হাতে আর ১০-১২ দিন সময় আছে: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-07-29, 8:13am

64c40a2f942389793d616e5a8b0a0343bdfd69a8e19ebd3e-9fac749486a4f94354d436e96e95d42f1753755204.jpg




দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়াকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত তেমন কিছু না হলেও অনেকের ধারণা, উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ট্রাম্পের। এর মধ্যেই রাশিয়ার জন্য নতুন সময়সীমা (যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য) ঘোষণা করলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে একটি চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নির্ধারিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন। 

দুই সপ্তাহ আগে পুতিনকে তিনি বলেছিলেন, তার কাছে (পুতিনের) একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ৫০ দিন সময় আছে। 

নতুন সময়সীমা ঠিক কী, তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আজ থেকে আর ১০ বা ১২ দিন বাকি।’ 

দু’একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, 

যদি আপনি জানেন যে উত্তর কী হতে চলেছে, তাহলে অপেক্ষা করার কোনো কারণ নেই।

রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের ওপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যদিও তিনি বলেছেন, ‘আমি রাশিয়ার সাথে এটা করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি।’ সূত্র: বিবিসি