News update
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     
  • US Shutdown Triggers Over 1,000 Flight Cancellations     |     

কলাপাড়ায় কৃষি মেলা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, কৃষি পন্য প্রদর্শনী

কৃষি 2024-11-11, 11:29pm

agriculture-fair-held-in-kalapara-on-sunday-da273274f41adc1c59b767632e7bb01b1731346178.jpg

Agriculture fair held in Kalapara on Sunday.



পটুয়াখালী:  'নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা'২০২৪ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে কৃষি প্রদর্শনীে দেখেন।

মেলায় বিভিন্ন স্টলে কন্দাল জাতীয় ফসল ওল কচু, আলু/মিষ্টি আলু, মুখি কচু, লতি কচু, পানি কচু, গাছ আলু, কাসাভা, ট্রাইকো কম্পোষ্ট, গাদা কম্পোষ্ট, কুইক কম্পোষ্ট, খামার জাত সারের প্রদর্শনসহ কন্দাল ফসল চাষবাসের নিয়ম, সময় ও বিভিন্ন প্রাকৃতিক সারের ব্যবহার মেলা দেখতে আসা মানুষকে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, 'কৃষকরে উৎপাদিত কৃষি পন্য বিক্রয়ের জন্য শীঘ্রই কলাপাড়ায় কৃষি মার্কেট চালু করা হচ্ছে। এতে মধ্যস্বত্ত্বভোগীদের দ্যেরাত্ম্য কমবে, কৃষক লাভবান কবে। এবং কৃষি পন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।  - গোফরান পলাশ