News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

৩ ক্যাটাগরির স্কুলকে ‘সরকারি স্কুল’ লেখার অনুমতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-05-26, 12:34pm

resize-350x230x0x0-image-224897-1685082117-cab7d416261e33fc320fcf5faf0151171685082887.jpg




প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সদ্য জাতীয়করণ হওয়া তিন ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখার অনুমতি প্রদান করেছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়সমূহে নামের সঙ্গে সংযুক্ত রেজি: বেসরকারি/কমিউনিটি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দটি প্রতিস্থাপিত করা যাবে। যে সকল বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দসমূহের পূর্বে ‘সরকারি’ শব্দটি সংযোজিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে তা স্থাপনসহ শিক্ষক নিয়োগ দেবে। এরপর আরও কয়েকবার জাতীয়করণ করা হয়েছে। এসব স্কুল এখন থেকে সরকারি শব্দ ব্যবহার করতে পারবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।