শিক্ষার্থীদের টার্ম ব্রেক ও শীতকালীন ছুটি শেষে আজ থেকে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অফিস। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি অফিসিয়াল কার্যক্রম চলবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন চালু থাকবে। তবে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ১৪ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত উপাচার্যের নির্বাহী আদেশে ছুটি, শিক্ষার্থীদের টার্ম ব্রেক ও শীতকালীন ছুটির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা ছাড়া সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।