News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির দাবিতে রোকেয়া হলের শিক্ষার্থীদের মশাল মিছিল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-03-08, 11:55pm

img_20250308_235342-6852c51c817a284f8dbf6add189ae1ce1741456546.jpg




দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হলটির ফটক থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় হলের ফটকে এসে শেষ হয়। 

অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে শিক্ষার্থী ফারজানা আক্তার আরজু বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে! কিন্তু আমরা খুব কম ক্ষেত্রেই ধর্ষকদের বিচারের আওতায় আসতে দেখি। অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। 

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে ফারজানা আক্তার আরজু বলেন, আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। শুধু পুরুষ অপরাধীদের নয়, ধর্ষণে সহযোগী নারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা আর কেবল গ্রেপ্তারের নাটক দেখতে চাই না। 

আমরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা চাই মন্তব্য করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, এটি ধর্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সরকার যদি এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এটি তাদের দুর্বলতা প্রমাণ করবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণের কথা কল্পনাও না করে। 

ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে শিক্ষার্থীরা আদিবা সায়মা খান বলেন, ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আরটিভি।