News update
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     

ভর্তি ফি কমালো শাবিপ্রবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-04-12, 6:59am

img_20250412_065813-3eac18d427fbeafb2166d9528d01ce4b1744419580.jpg




শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০২৪-২৫ সেশনে ভর্তিচ্ছুদের জন্য ফি কমিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৪ হাজার ৯০০ টাকা ফি নির্ধারণ করা হয়। এর আগে, গত ৯ এপ্রিল ভর্তি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য ফি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। 

উল্লেখ্য, ২০১৯-২০ সেশনের পর চারবার গুচ্ছ পদ্ধতিতে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, এবছর একক পদ্ধতিতে পাঁচটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের কাছ থেকে ১৮ হাজার টাকা ফি নেওয়া হয়। ২০১৯-২০ সেশনে এ ফি ছিল ৮ হাজার টাকা।

আরটিভি