News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

একযোগে পদত্যাগ, ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-04-27, 6:57am

img_20250427_065441-f1f3747a8aa31a823568bc2c2e9994fb1745715430.jpg




একযোগে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন অভিযোগ এনে ফের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। ফলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের আবারও অবরুদ্ধ করে রেখেছেন। 

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে একযোগে তারা পদত্যাগের ঘোষণা দিলে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগ করেছেন।  

রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে ইউআইইউ ক্যাম্পাস। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের ভেতরে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আর নিজ নিজ দপ্তরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন পদত্যাগ করা উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় শিক্ষার্থীরা দাবি জানান, উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা ছাড়া বাকি ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে। তাহলেই তারা কর্মসূচি তুলে নিয়ে ক্লাসে ফিরে যাবেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করায় সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদাকে চাকরি থেকে অব্যাহতিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি না মানায় তারা শনিবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেন। রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া পদত্যাগ করেন। তার সঙ্গে পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির সব ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকরা। একযোগে এমন পদত্যাগে আরও বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। তারা এখন উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া বাকিদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন। আরটিভি।