News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-14, 3:41pm

1cf699e4e499a27f2258b6875e81fdfc33fd4b169b1b4a8e-1-3dcc85d11f474c9a8c9352a7dfa328a51747215680.jpg




কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজ শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে দিকে শত-শত শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। 

উচ্চ মাধ্যমিক পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। সময়।