কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৩ মে) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
এ সময় তারা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দুই তিন চার, আইটি সেল গদি ছাড়’, ‘বিদ্যুৎ-ওয়াইফাইয়ের সমাধান, করতে হবে করতে হবে’, ‘নেট নাই, নেট নাই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ইন্টারনেট সেবার মান খুবই খারাপ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে একাডেমিক ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ কারণে দ্রুত এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান জরুরি।
প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যায় আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
তিনি আরও বলেন, আমরা আগামী রোববার পর্যন্ত সময় দিচ্ছি। সে দিন আমরা প্রশাসনের কাছ থেকে স্পষ্ট সমাধান প্রত্যাশা করি। যদি কোনো উদ্যোগ না দেখা যায়, তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আরটিভি।